২২ মে, ২০২৪ বুধবার সকাল দশটায় হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে প্ল্যানেট ফিডস্ এর পরিবেশকগণ কুয়ালালামপুর এর উদ্দেশ্যে রওনা হন। পাঁচদিন ও চার রাতের এই ভ্রমণে তারা মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিভ্রমণ করেন।
বিশ্বের অন্যতম আধুনিক দেশের শহরগুলো ভ্রমণ করার সুযোগ করে দেয়ার জন্যে পরিবেশকগণ প্লানেট গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানান।
ভ্রমণ সম্পর্কে প্ল্যানেট গ্রুপের পরিচালক জনাব শাহ্ ফাহাদ হাবিব জানান, ব্যবসায়িক সহযোগী হিসাবে প্লানেট ফিডস্ সব সময়ই তাদের পরিবেশকদের সর্বোত্তম সুযোগ সুবিধা নিশ্চিত করে থাকে।
প্ল্যানেট গ্রুপের পরিচালক জনাব মোসলেহ্ উদ্দিন জানান, পরিবেশকদের সাথে হৃদ্যতা বাড়াতে কোম্পানির পক্ষ থেকে নিয়মিত এ ধরনের ভ্রমণের আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পরিবেশকদের সফরসঙ্গী হিসেবে রয়েছের কোম্পানীর ডিজিএম (সেলস্ এন্ড মার্কেটিং) ডা.মঞ্জুরুল হক মজুমদার ও খুলনার রিজিওনাল সেলস ম্যানেজার জনাব মাসুদ রানা।
সফল পরিবেশকরা হচ্ছেন চুয়াডাঙ্গা সদরের সুমন পোল্ট্রি কর্নার-এর মোঃ আমির হোসেন সুমন, নাটোরের পারভিন পোল্ট্রি ফিড এন্ড চিক্স-এর মোঃ বাকী বিল্লাহ, কিশোরগঞ্জের তাড়াইল বাজারের বিসমিল্লাহ ব্রয়লার হাউজের মোঃ জহিরুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার শ্রাবণী মেডিকেল স্টোর-এর ওয়াহিদুজ্জামান সিকুল, চট্টগ্রামের চন্দনাইশের মক্কা শরীফ পোল্ট্রি ফিড এন্ড চিক্স এন্ড মেডিসিন সেন্টারের নওশাদুল আলম এবং বান্দরবানের লামা উপজেলার সততা পোল্টির নূর মোহাম্মদ মিন্টু।