বাংলাদেশের স্বনামধন্য চিকস্ উৎপাদনকারী প্রতিষ্ঠান প্লানেট হ্যাচারি লিমিটেড প্রথম বারের মত আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) থেকে বাণিজ্যিকভাবে একদিন বয়সী হাঁসের বাচ্চা উৎপাদন ও বাজারজাত করছে। পেকিন স্টার ১৩ নামের এই জাতটি ফ্রান্সের বিশ্ব বিখ্যাত GRIMAUD FRERES কোম্পানি হতে সংগ্রহ করা হয়েছে।
এটি একটি ডুয়েল পারপাস( ডিম ও মাংস উভয় উৎপাদনকারী) জাত। এই জাতের হাঁস ভাল ব্যাবস্হাপনায় ৪২-৪৩ দিনে প্রায় ৩ কেজি ওজন হবে। এফ.সি.আর হবে ১.৯-২.০ এর মধ্যে। এই জাতের হাঁস বছরে ২৯০ টির মতো ডিম দিবে।
উল্লেখ্য, এই হাঁস জলে ও ডাঙ্গায় উভয় স্হানে পালন করা যাবে। এর মাংস আঁশযুক্ত ও খুব সুস্বাদু হবে। এই জাতের হাঁস পালন দেশে নিরাপদ প্রোটিনের চাহিদা যোগানে অগ্রনী ভুমিকা পালন করবে।